দিন যত সামনের দিকে যাচ্ছে ভারত চীনের গালওয়ান উপত্যকা নিয়ে ততোই জটিল সংকট সৃষ্ট হচ্ছে। গালওয়ান নদীর তীরে এবার প্রায় ১৯টি শিবির তৈরি করেছে চীনা সেনাবাহীনিরা। শুধু তাই নয়, পাহাড় কেটে পিচের রাস্তাও তৈরি করেছে চীনারা। নদীর ওপরে কালভার্ট ও অন্তত ১৬টি ছাউনির ছবি আগেই ধরা পড়েছিল স্যাটালাইট চিত্রে।
এদিকে গালওয়ান নদীর তীঁরে যে এলাকায় চীনা শিবিরগুলো তৈরি হচ্ছে, তার কৌশলগত গুরুত্ব অনেক। গালওয়ান উপত্যকার পেট্রোলিংপয়েন্ট ১৪-এর কাছে চীনা সেনাদের তাঁবু তৈরি নিয়েই দুই দেশের মাঝে সংঘর্ষ হয়েছিল। এত কিছুর পরেও ওই এলাকা-সহ গালওয়ানে তাঁবু, রাস্তা তৈরির কাজ থামায়নি চীনারা।
ভারতীয় সেনাদের দাবি, গালওয়ান এলাকায় বরাবরই টহল দিতেন তারা। কিন্তু চীনা শিবিরের জন্য এখন আর সেটা সম্ভব হচ্ছে নয়। ভারতীয় এক সেনা কর্মকর্তা জানান, চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডের মধ্যে ১৪৯ মিটার ঢুকে পড়েছে। এছাড়াও চীনারা ওই এলাকায় স্থায়ী ভাবে থাকার প্রস্তুতি চালাচ্ছে, তাতে কোন সন্দেহ নেই এবং পিছু হটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে মোদী সরকারও সীমান্তে অবকাঠামো তৈরি থেকে পিছু হটবে না বলে আবারও ইঙ্গিত দিয়েছে। ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী জানান, ‘জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও হিমাচল প্রদেশের সীমান্ত এলাকায় ১৭টি সড়ক তৈরির প্রকল্প কাজ চলছে।
আনন্দবাজার/এম.কে