ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন ঈদে বেশি বোনাস পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা!

আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা আগের তুলনায় পেতে পারেন বেশি বোনাস। তবে সেটি নির্ভর করছে ঈদ কবে অনুষ্ঠিত হবে তার ওপর। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩১ জুলাই বা ১ আগস্ট। যদি ১ আগস্ট ঈদ হয় সেক্ষেত্রে বাড়তি বোনাস পাবেন তারা।
৩১ জুলাই ঈদ অনুষ্ঠিত হলে সরকারি চাকরিজীবীরা বোনাস পাবেন জুন মাসের বেতনের সমপরিমাণ বোনাস। জুন মাস ৩০ দিনে হওয়ায় এই অনুযায়ী বোনাস পাবেন তারা। আর যদি ঈদ ১ আগস্ট হয় সেক্ষেত্রে জুলাই মাসের বেতনের সমান বোনাস পাবেন তারা। জুলাই মাস ৩১ দিনে হওয়ায় এক দিনের বেতনের সমান বোনাস বেশি পাবেন।
তাছাড়া ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হয়েছে। ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী এটি কার্যকর হয়। এজন্য যদি ১ আগস্ট ঈদ হয় তাহলে এই হারেও বোনাস বেশি পাবেন তারা।
এদিকে ঈদ কবে হবে তা এখনও নির্ধারণ না হওয়ায় এবার বোনাসের হিসাব নিয়ে জটিলতায় পড়েছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের মতে, ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ১ আগস্ট ধরে বার্ষিক বর্ধিত বেতনসহ জুলাই মাসে গৃহীত মূল বেতন বা পেনশনের ভিত্তিতে ঈদুল আজহার বোনাস প্রদান করা হবে।
তবে ঈদ যদি ৩১ জুলাই হয় সেক্ষেত্রে পরবর্তী মাসের বেতন বা পেনশন হতে তা সমন্বয় করা হবে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অর্থ মন্ত্রণালয়ে গত রবিবার (৫ জুলাই) চিঠি দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন