ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আম

 রসে ভরা সুস্বাদু গাছপাকা আম বিক্রি হচ্ছে  মাত্র ২০ টাকা কেজিতে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। জানা গেছে, আড়তে-আড়তে ফেরি করে ব্যবসায়ীরা বিক্রি করছেন এসব আম। রাজশাহীর বাঘা উপজেলায় গেলেই পাওয়া যাবে এসব আম।

এই ব্যাপারে উপজেলার গোচর গ্রামের একজন আম ব্যবসায়ী বলেন, গতকাল শনিবার উপজেলার বিভিন্ন আড়তে ২০ টাকা দরে লক্ষণভোগ আম কেনাবেচা হয়েছে। ফেরি ব্যবসায়ীরা এলাকায় ঘুরে আরও কম মূল্যে আম ক্রয় করে ২-৩ টাকা লাভে আড়তে বিক্রি করছেন। প্রতিদিন সকালে পাকা আম গাছ থেকে নামিয়ে আড়তে বিক্রি করি। কখনও বাড়িতে রাখি, এই আম ফড়িয়ারা বাড়িতে এসে নিয়ে যায়।

উপজেলার আড়ানী পৌরবাজারের আড়তদার মঞ্জুর রহমান বলেন, গাছ পাকা আম কিনে ঢাকায় চালান করি। এই আম ২০-২২ টাকা কেজি দরে বিক্রেতাদের কাছ থেকে ক্রয় করছি। অপরদিকে শনিবার স্থানীয় আড়তে কাঁচা আম লক্ষণভোগ ৭৫০-৮৫০ টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, গাছে আম পাকলে বোঁটা নরম হয়। এই আম বাজারে বিক্রি হচ্ছে। তবে লক্ষণভোগ আম ২০-২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। উপজেলায় আট হাজার ৩৬৮ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন