ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ১৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ

মোংলার পশুর নদীতে অভিযান পরিচালনা করে একটি নৌকাসহ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা। শনিবার (৪ জুলাই) সকালে পুর্ব সুন্দরবন সংলগ্ন মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

সুন্দরবন পুর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বনরক্ষীরা নিয়মিত অভিযান পরিচালনা করছিল। সকালে সুন্দরবন থেকে একটি মাছধরা নৌকা পশুর নদীতে অবস্থানকালে তাদেরকে চ্যালেঞ্জ করলে তিনজন দৌঁড়ে পালিয়ে যান। এসময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন