ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৮৪১ বাংলাদেশি ফিরলেন সৌদি-কাতার-মিশর থেকে

সম্প্রতি করোনা মহামারীর মধ্যে সৌদি আরব, কাতার এবং মিশরে আটকে পড়া ৮৪১ প্রবাসীকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের তিনটি বিশেষ ফ্লাইট। বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মিশরের কায়রোতে আটকে পড়া ৪১ বাংলাদেশিকে নিয়ে আজ শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে দোহা থেকে ৩৮৫ জন বাংলাদেশিকে নিয়ে বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট ঢাকা পৌঁছায়। এর আগে রিয়াদ থেকে ৪১৫ জন বাংলাদেশি বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার সকালে ঢাকা পৌঁছান। তবে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় এসব নাগরিককে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।

এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। গেল তিন মাসে আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন