শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ধীরগতিতে ফেরি পারাপার চলছে, পারের অপেক্ষায় ৭ শতাধিক গাড়ি

পদ্মা-যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমভাবে। ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ বলছেন, নদীতে পানি বাড়ায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। ফলে ঘাট এলাকায় যানবাহন জমে যাচ্ছে। এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ছোট-বড় সব মিলিয়ে ১৪টি ফেরি চলাচল করছে।
প্রাইভেট কার, ছোট ট্রাক, অ্যাবুলেন্সসহ জরুরি যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পারাপার কার্য পরিচালনা করা হচ্ছে। এ পরিস্থিতিতে জমে যাচ্ছে ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ নৌরুটের ট্রাক চালক ও ব্যবসায়ীরা।
আনন্দবাজার/তা.তা
আরও পড়ুনঃ  মেডিকেলের হোস্টেলে ভারতীয় শিক্ষার্থীর লাশ

সংবাদটি শেয়ার করুন