ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অশ্লীল অডিও ফাঁসে ইবি শিক্ষককে প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান ও এক নারী শিক্ষার্থীর মধ্যে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষক ও ছাত্রীর এমন অশ্লীল কথোপকথনের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও ছাত্রী শিক্ষক সম্পর্কের পবিত্রতা নষ্ট হওয়ার অভিযোগে ওই শিক্ষককে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জানা যায়।

বিজ্ঞপ্তিতে সুত্রে জানা যায়, অধ্যাপক রহমান ও নারী শিক্ষার্থীর মধ্যে অডিওতে যেভাবে অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা হয়েছে তা শিক্ষক হিসাবে নৈতিক স্থলনের (moral turpitude) এ সামিল যাতে শিক্ষক সমাজ সহ বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি এবং শিক্ষক শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কের পবিত্রতা ক্ষুন্ন হয়েছে। এহেন কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে অধ্যাপক মিজানকে টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ ঘটনায় আইন অনুষদের ডীন অধ্যাপক হালিমা খাতুনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরিন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা মোতাবেক তার বিরুদ্ধে কেন চুরান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবেনা তা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের রেজিস্ট্রার বরাবর কারন দর্শানোর জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত (৩০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ওই শিক্ষক ও এক অজ্ঞাত নারী শিক্ষার্থীর সাথে ফোনে দৈহিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অশ্লীল ১৪ মিনিট ২৮ সেকেন্ড এবং ৯ মিনিট ২৪ সেকেন্ডের দুইটি অডিও ফাঁস হয়।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন