ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জরিমানা করা হয়েছে ‘বিশাল মেজবানি’ আয়োজককে

সম্প্রতি করোনাভাইরাস মহামারীর এই পরিস্থিতিতে সিরাজগঞ্জে ‘বিশাল’ মেজবানির আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, আজ শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আবদুল্লাহ কাফি এই মেজবানির আয়োজন করেন।

এই ব্যাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি না মেনে বিশাল এক মেজবানির আয়োজন করা হয় সেখানে। এমনকি অতিথিদের কারও মুখে মাস্কও ছিল না। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়ার সাথে সাথেই হাজার হাজার মানুষ দৌড়ে পালিয়ে যায়।

এই পরিস্থিতিতে রান্না করা খাবারও আশপাশের গ্র্রামের গরিব-অসহায়দের বিলিয়ে দেওয়া হয়েছে।তাই স্বাস্থ্যবিধি না মেনে বিশাল মেজবানির আয়োজন করার অপরাধে আয়োজক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন