ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানি লাইসেন্সধারী পাইলট নিষিদ্ধ মালয়েশিয়ায়

সম্প্রতি পাকিস্তানি পাইলটদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া। গতকাল বৃহস্পতিবার দ্য সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অব মালয়েশিয়া- সিএএএম এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সকল বিদেশি পাইলটদের ওপর মূল্যায়ন শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানানো হয়।

জানা গেছে, মালয়েশিয়াতে পাকিস্তানি পাইলটের সংখ্যা বিশ জনেরও কম। কিন্তু পাকিস্তানে মোট পাইলটের সংখ্যা ৮৬০ জন। এদের মধ্যে বিদেশি এয়ারলাইনগুলোকে কর্মরত আছে ১০৭ জন পাইলট।

গেল ২২ মে পাকিস্তানের করাচিতে একটি বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছিল। গত সপ্তাহে সংসদ অধিবেশনে সেই ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট তুলে ধরার সময় দেশটির বেসামরিক বিমানমন্ত্রী গোলাম সারওয়ার খান পাকিস্তানের ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স ‘ভুয়া’ বলে জানান।

পাকিস্তানি পাইলটদের নিয়ে এমন বিস্ফোরক তথ্য আসার পর তাদের ওপর বিশ্বজুড়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে থাকে। এমনকি অনেক বিদেশি এয়ারলাইন পাকিস্তানি পাইলটদের সনদ পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ দেয়।

তবে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পাকিস্তানি লাইসেন্সধারী পাইলটদের সনদ পুনরায় পরীক্ষার নির্দেশনা দিয়েছে। তবে মালয়েশিয়ার সরকারি মালয়েশিয়া এয়ারলাইনস জানায়, তাদের কোনো পাকিস্তানি পাইলট নেই।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন