ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেছেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান

মারা গেছেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার  নৃত্য এবং পরিচালক সরোজ খান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ ৩ জুলাই ভোররাতের দিকে তার হার্ট অ্যাটাক হয়। তবে সম্প্রতি তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তার রিপোর্ট নেগেটিভ আসে।

সরোজ খানের বলিউড ক্যারিয়ার শুরু হয় শিশু শিল্পী হিসেবে। পঞ্চাশের দশকে ব্যাক আপ নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। কিন্তু এরপর ৭০’এর দশকে সহকারী নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং কোরিওগ্রাফার হিসেবে ২ হাজারের বেশি গানের কোরিওগ্রাফি করেছেন তিনি।

তিনি দেবদাস সিনেমার ‘দোলা রে দোলা’, তেজাব সিনেমার ‘এক, দো, তিন’ গানগুলোর কোরিওগ্রাফি করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। সেরা কোরিওগ্রাফির জন্য তিনবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও পেয়েছেন।

আনন্দবাজার/এইচ এসস কে

সংবাদটি শেয়ার করুন