ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন গেলেন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ফলো আপ চিকিৎসার জন্য নিয়মিত লন্ডন ও সিঙ্গাপুরে যান। কিন্তু করোনার কারণে তিনি নিয়মিত চিকিৎসা নিতে পারেননি। চলতি বছরের মার্চ মাসে চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল।

তবে সংসদ অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। ২০২০-২১ অর্থবছরের বাজেট শেষ হওয়ার পর তিনি লন্ডনে গেছেন।

০১ জুলাই অর্থমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্যার চিকিৎসার জন্য নিয়মিত ফলো আপ হিসেবে লন্ডনে গেছেন। এর আগেও তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন