ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কারফিউ ভাঙ্গায় ছেলেকে পুলিশে দিলেন মেয়র

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারিকৃত কারফিউ ভাঙায় নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন কলম্বিয়ার একটি শহরের মেয়র।

উত্তরাঞ্চলীয় আটলান্টিকো রাজ্যের ছোট্ট শহর উয়ান ডে অ্যাকোস্টার শহরের মেয়র তিনি। তার নাম কার্লোস হিগিনস।

বিবিসি জানিয়েছে, মেয়র হিগিনস তার বড় ছেলে, ভাগ্নে এবং তাদের এক বন্ধুকে গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার ছবি পোস্ট করেছেন নিজেই। সেখানে তিনি আইনভঙ্গকারীদেরকে উচিত সাজা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদেরকে অনুরোধও করেন।

একটি ভিডিওতে দেখা যায়, মেয়রের ছেলেসহ তিনজন ‘ফাদারস ডে’ উদযাপনের পার্টি করছিল। কঠোর কারফিউ জারি থাকার সময় চলছিল সে পার্টি। শুধু তাই নয়, নিয়ম ভেঙে সেখানে বিক্রি হচ্ছিল অ্যালকোহলও।

মেয়র হিগিনস টুইটারে লিখেছেন, আমার স্বজনদেরকেই সবার আগে আইনকে শ্রদ্ধা দেখাতে হবে। তাদেরকে আমি আমার গ্রামবাসীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে দেব না।

তিনি জানান, তার আরও ছোট ছেলে আছে। বড় ছেলে ভাইরাস সংক্রমিত হলে বাড়িতে অন্যান্যরাও আক্রান্ত হতে পারে। তা তিনি চান না।

এছাড়া স্থানীয় অধিবাসীরাও সবাই যাতে আইন মেনে চলে সেজন্য দৃষ্টান্ত স্থাপন করতে তিনি এই কাজটি করেছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন