ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ফরম্যাটে মাঠে নামবে ভিলিয়ার্স-ডু প্লেসিসরা

কোভিড-১৯ সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হবে। আর এ কারণেই মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। চলতি মাসেই টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। এরপরই নামছেন দক্ষিণ আফ্রিকান তারকারাও।

ক্রিকেটে নতুন ফরম্যাট নিয়ে সলিডারিটি কাপ আয়োজন করছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এ মাসের ১৮ জুলাই তিন দলকে নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। যদিও ২৭ জুন শুরুর কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার সরকারের অনুমতি না পাওয়ায় পিছিয়ে যায়।

সলিডারিটি কাপে থাকছে নতুন ফরম্যাটে ৩৬ ওভারের ম্যাচে দুই ভাগের লড়াই। অংশ নেওয়া তিন দলে ৮ জন করে খেলোয়াড় থাকবেন। একে অন্যের বিপক্ষে ব্যাট করতে পারবে ১২ ওভার করে। আর একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বল করার সুযোগ পাবেন।

এ লড়াইয়ে প্রথমার্ধে যে দলের রান বেশি থাকবে তারাই আগে ব্যাট করবে দ্বিতীয়ার্ধে। এই ফরম্যাটে থাকবে লাস্ট ম্যান স্ট্যান্ডিং অর্থাৎ প্রথম ইনিংসে একটি দলের ৭ উইকেট পড়ে যায় তবে শেষ ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে সেখান থেকেই শুরু করতে পারবে। শেষ অব্দি রানের সংখ্যার ভিত্তিতে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জ্যাকস পল নিশ্চিত করলেন ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসে হবে সলিডারিটি কাপ। তিনটি দল নিয়ে সেঞ্চুরিয়নের এই টুর্নামেন্ট সুপারস্পোর্ট-২ সরাসরি সম্প্রচার করা হবে।

এবি’স ঈগলস: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, ভ্যান ডার ডুসান, জুনিয়র ডালা, কাইল ভেরেয়ান্নে, সিসান্দা মাগালা ও আন্দিলে ফেহলোকাইয়ো।

কেজি’স কিংফিশারস: কাগিসো রাবাদা (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, ক্রিস মরিস, তাবরেইজ শামসি, গ্লেন্টন স্টারমান, রেজা হেনড্রিকস, জানেমান মালান ও হেনরিক ক্লাসেন।

কুইনি’স কাইটস: কুইন্টন ডি কক (অধিনায়ক), ডেভিড মিলার, টেম্বা বাভুমা, জেজে স্মাটস, লুথো সিপামিয়া, এনরিক নোর্তে, ডোয়াইন প্রিটোরিয়াস ও ব্যুরান হেনড্রিকস।

আনন্দবাজার/এম,কে

সংবাদটি শেয়ার করুন