ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রে আবারও গ্যাস লিক, মৃত দুই

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে আবারও ঘটল গ্যাস লিকের ঘটনা। এক ওষুধ কোম্পানি থেকে গ্যাস লিক হয়ে মারা গেছে দুই জন। আহত চার জন। দুই মাসের ভেতরে দ্বিতীয়বারের মত গ্যাস লিক হলো বিশাখাপত্তনমে। গত মে মাসে এলজি পলিমারস-এর রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। গত সোমবার (২৯ জুন) গভীর রাতে পারাওয়াড়ায় জওহরলাল নেহরু ফার্মা সিটিতে একটি ওষুধের কারখানায় গ্যাস লিক হওয়ার এ ঘটনা ঘটে। তখন কারখানায় উপস্থিত ছিল ৩০ জন কর্মী।

যে দুজন কর্মী গ্যাস লিকের জায়গায় ছিলেন, তাঁদের দুজনেরই মৃত্যু হয়েছে। চারজন আহত হয়েছেন। এদোর ভেতরে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় বিপদ আর বাড়েনি।

পারওয়াড়া থানার ইন্সপেক্টর উদয় কুমার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিক হওয়া গ্যাস কারখানার বাইরে কোথাও ছড়ায়নি।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন