ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ১৮ বছর হলো আদমজী জুট মিল বন্ধের

আজ ১৮ বছর হলো এশিয়ার বৃহত্তম জুট মিল আদমজী বন্ধের। প্রতিষ্ঠার ৫২ বছর পর ২০০২ সালের ৩০ জুন বন্ধ করে দেয়া হয়েছিল এশিয়ার বৃহত্তম এই জুট মিলকে। কারণ ছিল অব্যাহত লোকসান। বন্ধ হয়ে যাওয়া আদমজী জুট মিলের ২৪৫ দশমিক ১২ একর জায়গায় পরবর্তীতে গড়ে তোলা হয় আদমজী ইপিজেড।

আদমজী ইপিজেডের প্লট সংখ্যা মোট ২২৯টি। প্রতিটি প্লটের আয়তন ২০০ বর্গমিটার। ঢাকার জিরো পয়েন্ট থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অবস্থান।

২০০৬ সালের ৬ মার্চ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আদমজী ইপিজেডের যাত্রা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশী-বিদেশী বিনিয়োগের মোট ৪৮ টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার মধ্যে ১১ টি দেশী, ২৭টি বিদেশী ও ১০টি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান।

এসব কারখানায় গার্মেন্টস, জিপার, কার্টন, হ্যাঙ্গার, লেভেল, ট্যাগ, জুতা, সোয়েটার, টেক্সটাইল, মুজা, জুয়েলারী, পলি ও ডায়িংসহ ইত্যাদি পণ্য উৎপাদন হচ্ছে। যা শতভাগ রপ্তানিযোগ্য পণ্য। আদমজী ইপিজেড চালু হওয়ার পর প্রথম অর্থ বছরে বিনিয়োগ হয়েছিল মাত্র ৪ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া প্রথম অর্থ বছরে রপ্তানী হয়েছিল দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। শ্রমিক সংখ্যা ছিল মাত্র ১৬২৫ জন। সময়ের পরিক্রমায় বিনিয়োগ যেমন বেড়েছে, তেমনি রপ্তানির পরিমাণও বেড়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন