বিয়ে করার বেশ কিছু দিন আগে থেকেই হবু বরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণের উপর্সগ দেখা যাচ্ছিল। তবে তিনি তা উপেক্ষা করেই বিয়ের পিরিতে বসেন। সব আনুষ্ঠানিকতা ঠিকঠাক মতো হলেও বিয়ের পর দিনই মৃত্যুবরণ করেন বিহারের ওই তরুণ।
সদ্য বিবাহিত তরুণ মারা তো গেলেনই, সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজনের শরীরেও ছড়িয়ে গেলেন করোনাভাইরাসের মহামারি।
জানা যায়, পাটনার পালিগঞ্জের ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা ৩৬৯ জনের শরীর থেকে নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৮৯ জনের পরীক্ষার ফল করোনা পজিটিভ এসেছে এবং ৩১ জন আগে থেকেই করোনা পজিটিভ ছিলেন বলে জানা গেছে।
মৃত ওই যুবক বিয়ের আগে কেনাকাটা করতে গাড়িতে করে বিহার থেকে কিছুদিনের জন্য দিল্লি এসে ছিলেন। এরপর বিহারে পৌঁছে তিনি কিছুদিন কোয়ারেন্টিনেও ছিলেন। তখন যুবকের মধ্যে সেভাবে কোনও উপসর্গ দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তার শরীরে করোনার উপসর্গ দেখা দিতে শুরু করে। যদিও ওই যুবক সেটা উপেক্ষা করেন। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।
আনন্দবাজার/এম.কে