ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ২ লক্ষ টাকা জরিমানা

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ রোধে সোমবার (২৯ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর পরিবেশ অধিদফতর। গাজীপুর পরিবেশ অধিদফতরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান আদালতে লক্ষণপুর, ফাওগান, শ্রীপুর এর টেকরাইজ বিডি লিমিটেড নামক টায়ার পাইরোলাইসিস কারখানার দ্বারা পরিবেশ দূষণ করায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দূষণ প্রমাণিত হওয়ায় কারখানাটিকে সিলগালা করা হয়।

এছাড়া একই দিনে আনসার রোড, শ্রীপুর এলাকার চায়না লেইক ব্যাটারি (বিডি) লিমিটেড নামক লেড এসিড ব্যাটারি ফ্যাক্টরি অকার্যকর ইটিপি ও এটিপি দ্বারা পরিবেশ দূষণ করায় উক্ত কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং অবিলম্বে দূষণ বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর উপ পরিচালক জনাব মোঃ আব্দুস সালাম সরকার, পরিদর্শক জনাব শেখ মোজাহীদ এবং আনসার ব্যাটালিয়ন গাজীপুর এর সদস্যগন উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/আম

সংবাদটি শেয়ার করুন