করোনার এই মহামারিতে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে প্রথম বাড়ের মতো কাঁচা মরিচের আমদানি।
সোমবার (২৯ জুন) দুপুরে প্রতিকেজি কাচা মরিচে ৪ শ ডলারে আমদানি হয়েছে । প্রতিকেজিতে শুল্ক দিতে হচ্ছে ২১ টাকা।
কাঁচামরিচ আমদানিকারক জানান, দেশিয় বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে গেছে। এসব মরিচ আমদানি হচ্ছে ভারতের বিহার রাজ্য থেকে। আমদানি বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমে আসবে।
উল্লেখ্য, হিলি কাস্টমস এ তথ্য অনুযায়ী কাঁচা মরিচ আমদানি হয়েছে প্রায় ৩ হাজার কেজি যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৬৩ হাজার টাকা।
আনন্দবাজার/শাহী/মারু