ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৯৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ৩৩৫ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪০টির, দর কমেছে ১৯টির ও দর অপরিবর্তীত আছে ২৩৯টির।

সোমবার ডিএসইতে ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ হাজার ৩৮৮ কোটি ৫৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার।

প্রসঙ্গত, গতকাল ব্লক মার্কেটে গ্ল্যাক্সোস্মিথক্লাইন এককভাবে ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে ডিএসইর মূল লেনদেনে বড় উস্ফলন হয়েছিল।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৫ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৭৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৬টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ১৩টির। আর ৯৯টির দর অপরিবর্তিত আছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন