ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উজবেকিস্তানে ঘুরতে গেলে মিলবে ৩ হাজার মার্কিন ডলার!

উজবেকিস্তানে ঘুরতে গেলেই পাওয়া যাবে ৩ হাজার মার্কিন ডলার! তবে সেখানে ঘুরতে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হলেই কেবল দেয়া হবে এই অর্থ। মহামারী পরবর্তী পর্যটক বাড়াতেই এমন ঘোষণা দিয়েছে দেশটির সরকার। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শ্যাভক্যাত মিরজিয়য়েভ এমন একটি আদেশে সই করেছেন।

উজবেকিস্তানের এ উদ্যোগ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনার। মূলত দেশটিতে ভ্রমণ করতে গেলে কেউ আক্রান্ত হবে না এমন আত্মবিশ্বাস থেকেই এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

তিন কোটি ৩০ লাখ মানুষের দেশ উজবেকিস্তান। সঠিক সময়ে কঠোর লকডাউন আরোপ করার ফলে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মাত্র ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনা পরবর্তী ভ্রমণকে কেন্দ্র করে ‘সেফ ট্রাভেল গ্যারান্টেড’ ক্যাম্পেইন শুরু করেছে দেশটি। এর আওতায় কেউ যদি দেশটিতে ভ্রমণে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন তবে তিনি ৩ হাজার মার্কিন ডলার পাবেন।

করোনার চিকিৎসায় উজবেকিস্তানে আনুমানিক খরচ পড়ে প্রায় ৩ হাজার ডলার। এ পরিমাণ অর্থ দেওয়ার কারণই হলো, যদি কেউ আক্রান্ত হন তবে তিনি যেন যথাযথভাবে চিকিৎসা নিতে সক্ষম হন।

করোনাভাইরাসের প্রকোপে ক্ষতির মুখে পড়েছে উজবেকিস্তানের পর্যটন শিল্প। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন