করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগে ১০০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন কেন্দ্র স্থাপন করেছেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। নগরীর বাকলিয়ার তুলাতলীর ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এ আইসোলেশন কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে।
গত শনিবার (২৭ জুন) আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
‘মুক্তি করোনা আইসোলেশন সেন্টার’ নামের এই কেন্দ্রটিতে এখন ৭০টি শয্যায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। পরে এটিকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানায় আয়োজকরা। আইসোলেশন সেন্টারে আট জন ডাক্তার, ১৬ জন নার্স, আট জন ওয়ার্ড বয়, দুই জন আয়া, দুই জন ক্লিনারসহ চার জন সিকিউরিটি গার্ড রোগীদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত থাকবেন বলে জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, রেজাউল করিম চৌধুরী এখন অবধি রাষ্ট্রীয় কোনও দায়িত্বে নেই। এরপরও ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশন সেন্টার স্থাপন করে তার বড় মানসিকতার পরিচয় দিয়েছেন।
শিক্ষা উপমন্ত্রী আরও জানান, দেশের মধ্যে চট্টগ্রাম সিটিতেই প্রথম স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবিএম মহিউদ্দিন চৌধুরী ওয়ার্ডে ওয়ার্ডে আরবান হেলথ কেয়ার করেছেন। আমি অনুরোধ করছি, রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে, তিনি যেন এই ধারা অব্যাহত রাখেন। নির্বাচিত হলে চট্টগ্রামে একটি বিশেষায়িত হাসপাতাল তৈরী করেন।
আনন্দবাজার/তা.তা