ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট না জিতলে কেউ বড় দল ভাববে না : সাকিব

যতদিন না আমরা বড় দলের বিপক্ষে টেস্ট জিতবো কিংবা বিশ্বকাপ জিতবো বা ফাইনালে খেলবো ততদিন কেউ আমাদের বড় দল বলে স্বীকৃতি দিতে চাইবে না বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজে হারশা ভোগলের সঙ্গে এক ভিডিও আলাপে সাকিব এ কথা বলেন।

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ছিল বাংলাদেশ দলের জন্য বড় পাওয়া। তবে সাকিব আল হাসানের কাছে ওই ম্যাচের সঙ্গে ১৯৯৭ আইসিসি ট্রফির ফাইনালের তুলনা হয় না। তিনি মনে করেন, ওই ম্যাচই বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে চলার পথ রচনা করে দিয়েছিল।

সাকিব বলেন, ম্যাচটা টিভিতে দেখা হয়নি। রেডিওতে শুনেছিলাম। জয়ের পর মিছিল করেছিলাম, রঙ নিয়েে খেলেছিলাম।

তবে আইসিসি ট্রফি ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় এবং ২০০৭ সালে ভারতের বিপক্ষে জয় দুটোই বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ব্যাপার বলেও জানান সাকিব।

বাংলাদেশের জয়কে আপসেট বলা নিয়ে সাকিব বলেন, এখন সবাই বিশ্বাস করে বাংলাদেশ দুর্দান্ত এক দল। আপসেট কেউ বলে না। কারণ শেষ চার-পাঁচ বছর আমরা ভালো ক্রিকেট খেলছি। যেকোন দলকে বাংলাদেশ হারাচ্ছে, এটা কারও কাছে এখন আর বিস্ময়ের নয়। বিশেষ করে ওয়ানডেতে।

সাকিব আরও বলেন, আমাদের আসলে আগে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে মনেই করতো না কেউ। তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। যতদিন না আমরা বড় দলের বিপক্ষে টেস্ট জিতবো। কিংবা বিশ্বকাপ জিতবো বা ফাইনালে খেলবো ততদিন কেউ আমাদের বড় দল বলে স্বীকৃতি দিতে চাইবে না। আমরা এখন টেস্টে ঘরের মাঠে ভালো খেলছি। অ্যাওয়ে ম্যাচে এখন আমাদের ভলো খেলতে হবে। টেস্টে এখনও আমাদের অনেক উন্নতি করার বাকি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন