সম্প্রতি বাংলা একাডেমির সভাপতি হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাহিত্যিক এবং গবেষক শামসুজ্জামান খান। এ নিয়োগের ফলে তিনি অধ্যাপক ড. আনিসুজ্জামানের আসনে অধিষ্ঠিত হলেন ।
আজ রবিবার ( ২৮ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, আগামী তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান। সভাপতির দায়িত্ব এবং অন্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
জানা গেছে, ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। কিন্তু গত ১৪ মে আনিসুজ্জামান মারা যান। তাই তাঁর পরিবর্তে এখন দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান।
এর আগে তিনি টানা ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আনন্দবাজার/এইচ এস কে