ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক হাসপাতালের ফার্মেসিকে জরিমানা ১০ লাখ টাকা

সম্প্রতি ইসলামী ব্যাংক হাসপাতালের ফার্মেসিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন ইনজেকশন এবং সার্জিক্যাল পণ্য রাখায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভুয়া চিকিৎসক এবং হাসপাতালে অনিয়মের খোঁজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এই ব্যাপারে ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, অভিযান চালিয়ে ওই ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন (যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন অনুযায়ী সংক্ষেপে ডিএআর বলে) অপারেশন থিয়েটারে ব্যবহৃত ইনজেকশন আটক করেছি।

 এছাড়া বিভিন্ন সার্জিক্যাল আইটেম আটক করেছি যেগুলোর কোনো অনুমোদন নেই। এ কারণে প্রতিষ্ঠানটির ফার্মেসির দায়িত্বে থাকা ফার্মাসিস্ট শফিউল ইসলাম এবং আব্দুল জলিলকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন