ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ হাজার পাটকলকর্মীকে পাঠানো হচ্ছে অবসরে

সম্প্রতি লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিককে স্বেচ্ছায় অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে অবসরের পাঠানোর কার্যক্রম প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)।

তবে এর বিরোধিতা করে সারা দেশের ২৬টি পাটকলের শ্রমিকরা আন্দোলনের ঘোষণা দেয়। কিন্তু এরই মধ্যে আজ রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

জানা গেছে, দীর্ঘদিন যাবত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বছরের পর বছর ধরে লোকসান হচ্ছিল। এছাড়াও শ্রমিকদের প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বকেয়া মজুরি রয়েছে। তাই দেশের পাটকল খাতকে এগিয়ে নিতেই সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়। এই ব্যাপারে গোলাম দস্তগীর গাজী জানান, পাটকলগুলোতে লোকসান হচ্ছে, এজন্য সরকার চিন্তা করেছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে এই খাতকে এগিয়ে নিতে।

বিজেএমসির চেয়ারম্যান মো. আবদুর রউফ জানান, স্থায়ী শ্রমিকদের অবসরে পাঠানোর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। গোল্ডেন হ্যান্ডশেক হলেও বর্তমানের শ্রমিকেরা পরে আবার পাটকলগুলোতে কাজ করবেন। কারণ, তাঁদের মতো দক্ষ শ্রমিক আর পাওয়া যাবে না। গোল্ডেন হ্যান্ডশেকে শ্রমিকেরা কী পরিমাণ অর্থ পাবেন, সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, স্থায়ী শ্রমিকেরা গড়ে ১২ লাখ টাকা করে পাবেন। তবে এখনও সেটি চূড়ান্ত হয়নি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন