কোকা-কোলার ডিজিটাল বিজ্ঞাপন হারানোর পর ফেসবুকের শেয়ার মূল্যে ব্যাপক ধস নেমেছে। এর প্রভাবে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের সম্পদও কমে গেছে। গত শুক্রবার ফেসবুকের শেয়ার মূল্য ৮ শতাংশ কমায় জাকারবার্গ ব্যক্তিগতভাবে হারান ৭২১ কোটি ডলার বা ৬১ হাজার ১৮৪ কোটি টাকা।
এপ্রিল মাসে ফোবর্সের প্রকাশিত শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী জাকারবার্গের সম্পদের পরিমাণ ছিলো ৮ হাজার ৬৫০ কোটি ডলার। গতকাল শনিবার তার সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ৭ হাজার ৯৭০ কোটি ডলারে।
ফেসবুকের ১০০ শতাংশ আয় আসে বিজ্ঞাপন থেকে। চলতি বছরের প্রথম তিন মাসে বিজ্ঞাপন থেকে তারা ১ হাজার ৭৪০ কোটি ডলার আয় করেছিলো।
ফেসবুক থেকে বিজ্ঞাপন সরানোর বিষয়ে কোকা-কোলার সিইও জেমস কুয়েন্সি বলেন, আগামী ৩০ দিনের জন্য ফেসবুকে সব ধরণের ডিজিটাল বিজ্ঞাপন দেখানো তারা বন্ধ রাখবে। এ সময়ের মধ্য সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখবে তারা। ফেসবুক মালিকাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও আগামী জুলাইয়ে কোকাকোলার কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।
গত ২৫ মে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত হয়। কিন্তু কৃষ্ণাঙ্গ জনগণের প্রতিবাদকে তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ফেসবুক ও টুইটারে পোস্ট দেন। ট্রাম্পের কিছু টুইটকে হুমকিমূলক বলে ঘোষণা দেয় টুইটার। কিন্তু মার্ক জাকারবার্গ তার প্ল্যাটফর্ম থেকে কোনো পদক্ষেপ নেননি।
এ ঘটনার পর কয়েকজন ফেইসবুক কর্মী ‘ভার্চুয়াল ওয়াকআউট’ করে প্রতিবাদ জানান। তবে তাতে কোনো লাভ হয়নি। ট্রাম্পের পোস্টে হস্তক্ষেপ না করার সিদ্ধান্তে অটল থাকেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। এরই জের ধরে ফেইসবুকের বিরুদ্ধে সমালোচনা শুরু করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনকারীরা।
জর্জ ফ্লয়েড ইস্যুতে ট্রাম্পের হুমকিমূলক বক্তব্য না সরানোতে ফেসবুককে বর্জনের আহবান জানিয়ে ক্যাম্পেইন শুরু করে এডিএল, এনএএসিপি ও কালার অব চেঞ্জ নামের কয়েকটি সংগঠন। এতে কোকা-কোলা, ইউনিলিভার, হোন্ডা, ভেরিজনসহ যোগ দেয় ১০০ কোম্পানি।
আনন্দবাজার/টিআর