শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের পাওনা টাকা দিচ্ছেন না কিম জং উন

বাংলাদেশের পাওনা ১১.৬২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করার নামগন্ধও নেই উত্তর কোরিয়া। ১৯৯৪ সালে ক্রয় করা বিভিন্ন সামগ্রীর পাওনা টাকা আটকে রেখেছেন কিম জং উন। খবর: দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে ক্রয় করা বিভিন্ন সামগ্রীর জন্য উত্তর কোরিয়ার নিকট ১১.৬২ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পাওনা রয়েছে বাংলাদেশের। যদিও এই পাওনা টাকা আদায়ের জন্য চীনের বেইজিংয়ে বাংলাদেশি দূতাবাস উত্তর কোরিয়া দূতাবাসের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলেও কোনও সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

২৬ বছর আগে সোনালী ব্যাংকের সাথে উত্তর কোরিয়া বার্টার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বিভিন্ন পণ্যের জন্য কমপক্ষে ১১.৬২ মিলিয়ন ডলার ঋণী উত্তর কোরিয়া। বার্টার ৫ চুক্তির আওতায় উত্তর কোরিয়া বাংলাদেশ থেকে ৬.১৪ মিলিয়ন ডলারের পণ্য কিনেলেও তা ক্রয় করার সময় কোনও মূল্য পরিশোধ করেনি তারা।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধান জানান, বার্টার চুক্তি অনেক পুরানো ঘটনা। এই মুহূর্তে আমি এ বিষয়ে সঠিকভাবে এই তথ্যটি স্মরণ করতে পারছি না।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ভালোবাসা দিবসে ঝিনাইদহে কোটি টাকার ফুল বিক্রির পরিকল্পনা

সংবাদটি শেয়ার করুন