ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জ্যাক মা’কে টপকে চীনের শীর্ষ ধনী মা হুয়াতেং

চীনের শীর্ষ ধনী জ্যাক মা’কে টপকে এখন চীনের শীর্ষাবস্থান দখল করে নিয়েছেন দেশটির ইন্টারনেট সংস্থা টেনসেন্টের প্রতিষ্ঠাতা মা হুয়াতেং।

আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মা দীর্ঘদিন শীর্ষধনীর আসনে ছিলেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, হুয়াতেং এখন ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার বেশি সম্পত্তির মালিক।

এছাড়া, এশিয়ার সবচেয়ে ধনী সংস্থা হিসেবেও হুয়াতেংয়ের টেনসেন্টের নাম উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে বড় গেমিং পাবলিশিং সংস্থা এখন টেনসেন্ট।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের চীনা বিকল্প উইচ্যাটও টেনসেন্টের।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন