ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে জবি সাংবাদিক পরিবারে হামলায় পুলিশি তদন্ত

যশোরের চৌগাছায় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিনিধি রকি আহমেদের পরিবারের উপর দুই বার হামলার ঘটনা ঘটেছে। এতে ওই সাংবাদিকের বাবা গুরুতর আহত হওয়ায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরী ( জিডি নং ৯৩৬) অনুসারে প্রাথমিক তদন্ত করেছে পুলিশ।

জানা যায়, এর আগে বুধবার (২৪ জুন) চৌগাছা থানার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামে আব্দুর রশিদের (শিক্ষার্থীর বাবা) নতুন রোপন করা ধান ক্ষেত একই গ্রামের আমিনুর রহমানের (৪০) গরু দ্বারা বিনষ্ট হয়। এ নিয়ে আমিনুরের ছেলে রিয়াদের (১৭) সাথে তর্ক বিতর্ক হয়। পরে ক্ষুদ্ধ হয়ে রশিদকে কিল ঘুষি মারতে থাকে রিয়াদ। পরে রশিদ আহাজারি জানালে কয়েকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে।

এ সময় প্রত্যক্ষদর্শী আবু কালাম ও সবুজ বলেন, ছোট ঘটনা নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে রিয়াদ রশিদকে মারতে থাকে। পরে রশিদের আহাজারি শুনে আমরা ঠেকাতে যায়।

এদিকে রিয়াদের বাবা আমিনুরকে গ্রামের সালিশিতে আসতে বললে তিনি বলেন, আমার ছেলে কারো গায়ে হাত দেয় নি। আমি গ্রামের কোন মানুষের ধার ধারি না। কে কি করতে পারে দেখে নিব। এসময় লাঠিসোটা নিয়ে আমিনুরসহ তার ভাই শাহিনুর, ভাই জামীর, ছেলে রিয়াদ ও ভাতিজা সোহাগকে অশ্রাব্য ভাষায় গালি দিতে দেখা যায়।

রাতে গ্রামের সালিশিতে অভিযুক্ত হামলাকারীরা না আসলে গ্রামের লোকজন তাদের নিন্দা করে এবং ঘটনা এখানেই শেষ হবে বলে সবাই মনে করে।

কিন্তু এর পরেরদিন (২৫ জুন) অনুমান সকাল ১০:৩০ টায় রশিদকে পুনরায় হামলা করে আমিনুর, শাহিনুর, জামীর (ভোলা), রিয়াদ ও সোহাগ। লাঠি দিয়ে পেটাতে পেটাতে শাহিনুর বলে আমার ভাতিজার গায়ে হাত দিয়েছিস, তোর কে আছে দেখে নিব। এসময় উপস্থিত একই গ্রামের পেন্টু ও আলম হামলার সময় তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী পেন্টু ও আলম বলেন, রশিদ গ্রামের নিরীহ মানুষ। সবাই জানে সে কারো সাথে ঝামেলা করে না। আমি দেখলাম তারা রশিদকে লাঠি দিয়ে মারছে। পেন্টু আরো বলেন, আমি ঠেকাতে গিয়েও লাঠির বাড়ি খেয়েছি।

বাবার উপর হামলায় জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওই সাংবাদিক রকি আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাবার উপর হামলা করা হয়। আমরা থানায় জিডি করার পর পুলিশ তদন্ত করেছে। গ্রামের মানুষ সবাই হামলার সত্য ঘটনা পুলিশকে জানিয়েছে। আমি আইনের মাধ্যমে এর বিচার চাই।

এদিকে চৌগাছা থানার ওসি রিফাত রাজিব বলেন, হামলার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা তদন্ত করছি। পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন