ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার উৎপত্তিস্থল নিয়ে নতুন তথ্য

বর্তমানে করোনায় অবরুদ্ধ সারা বিশ্ব। তবে ভাইরাসের উতপত্তিস্থল হিসেবে শুরু থেকেই সন্দেহের তীর টা চীনের দিকেই ছিল। কিন্তু সম্প্রতি জানা গেছে ভিন্ন কথা। চীনের আগে ইউরোপের কোন দেশ থেকেও নাকি ছড়াতে পারে এই করোনাভাইরাস।

জানা গেছে, চীনে করোনা শনাক্তের আরও ৯ মাস আগেই স্পেনের বার্সেলোনায় নর্দমার পানিতে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ পেয়েছেন ইউনিভার্সিটি অব বার্সেলোনার গবেষকরা। একটি নর্দমার পানি পরীক্ষার পর গেল বছরের মার্চেই স্পেনে এই ভাইরাসের আগমন বলে দাবি তাদের।

তবে পানি থেকে এই ভাইরাস ছড়ায় কি না তা জানতে, চলতি বছরের এপ্রিল থেকে বিভিন্ন নর্দমা থেকে সংগৃহীত পানি পরীক্ষা করে দেখছিলেন গবেষকরা। ২০১৮ এর জানুয়ারি থেকে ২০১৯ এর ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা পানিও পরীক্ষা করে দেখেন তারা। এ সময় গেল বছরের ১২ই মার্চের একটি নমুনায় করোনার উপস্থিতি পান তারা।

বর্তমানে করোনার উৎস জানতে বিভিন্ন দেশে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করেছে, চীনের ল্যাবরেটরি থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস। কিন্তু স্পেনের গবেষকদের দাবি সত্যি হলে, করোনার উৎপত্তিস্থল নিয়ে তৈরি হবে নতুন বিতর্ক।

এর আগে ইতালির মিলান এবং তুরিন শহরেও দুটি নর্দমার পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-আইএসএসের বিজ্ঞানীরা দাবি করেন, ফেব্রুয়ারির আগে ডিসেম্বরেই ইতালিতে ছিল এই করোনা ভাইরাস।

এই ব্যাপারে গবেষকরা বলছেন, সরকারি হিসেবে গত ২৫শে ফেব্রুয়ারি থেকে করোনার বিস্তার শুরুর কথা বলা হলেও ভাইরাসটির আগমন তারও ৪১ দিন আগে। তবে এখনই এই ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না বলছেন স্প্যানিশ সোসাইটি ফর পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটারি অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকরা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন