ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লাইভ রান্নার অনুষ্ঠান উপভোগ করছেন শান্তা

শান্তা রহমান। এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা, অভেনেত্রী এবং মডেল। বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন তিনি। নিয়েছেন বাফা থেকে রবীন্দ্র সংগীতের ওপর বিশেষ কোর্স এবং কিছুদিন শিক্ষানবিশ ছিলেন লোকনাট্য দলে। বিগত বছরগুলোতে ছোট পর্দায় নানা ধারবাহিকগুলোতে ব্যস্ত সময় কাটালেও সাম্প্রতিককালে গুরুত্ব দিচ্ছেন বেশি উপস্থাপনাকে।

এই মুহুর্তে চ্যানেল আইতে বিজনেস শো, খোলা আকাশ, তারকা কথন, শিল্পলোকসহ অন্যান্য চ্যানেলে আরও অন্যান্য অনুষ্ঠান সঞ্চালনা করেন। তবে করোনাকালে অনেক কিছুই উল্টেপাল্টে গেছে।

শ্যুটিং বন্ধ। অনেক শোও বন্ধ। এই অবস্থায় ফেসবুক লাইভে নানা ধরনের অনুষ্ঠানে যুক্ত থাকছেন তিনি। যেমন আজ শুক্রবারও তিনি জনপ্রিয় রন্ধনশিল্পী ও কালিনারি এক্সপার্ট মেহেরুন্নেসা ও কাকলি সাহাকে নিয়ে আড্ডা দিয়েছেন। ফরচুন বাসমতি চালের মন মাতানো সৌরভ মেশানো মুখরোচক ও মজাদার পাক্কি বিরিয়ানির রেসিপি নিয়ে রাত ৯টা থেকে “ফরচুন বাসমতি পাক্কি বিরিয়ানি চ্যালেঞ্জ” অনুষ্ঠান করেন তিনি।

অনুষ্ঠানের পরে তিনি জানান, করোনাকালে এই ধরনের অনুষ্ঠানই উপভোগ করছেন তিনি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন