ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়ভাই খুন হলো ছোটভাইয়ের দা এর কোপে

যশোরের সদর উপজেলার দেয়াপাড়া গ্রামে ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে নজরুল ইসলাম নজু কাজী (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নজু কাজী দেয়াপাড়া গ্রামের গণি কাজীর ছেলে।

নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে তার বাবা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সাথে বিরোধ চলছিল। শুক্রবার নিজ বাড়ির উঠানে আবারও দু’ভাইয়ের মধ্যে গোলযোগ শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে রাজ্জাক কাজী একটি গাছিদা এনে নজু কাজীর গলায় কোপ দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর রাজ্জাক কাজীকে আটক করা হলেও অন্য চাচারা তাকে ছেড়ে দেয়।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার ভক্ত জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে নজু কাজী খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত রাজ্জাক কাজীকে ধরতে অভিযান শুরু করেছে।

আনন্দবাজার/শহক/ শাইফা

সংবাদটি শেয়ার করুন