সম্প্রতি অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়ার পর গেল দুই দিনে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ১০ ডলার কমে গেছে। তবে সপ্তাহ এবং মাসের ব্যবধানে এখনও স্বর্ণের মূল্য বেশি।
অপরদিকে মহামারি করোনার প্রেক্ষিতে বিনিয়োগকারীদের একটি অংশ নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণ কিনে মজুত করে রেখেছেন। সে কারণেই এ বছরের শুরু থেকেই স্বর্ণের মূল্য বাড়ছে। দফায় দফায় মূল্য বেড়ে গত বুধবার (২৪ জুন) প্রতি আউন্স স্বর্ণের মূল্য রেকর্ড ১৭২ ডলার পর্যন্ত ওঠে।
তবে এর পর থেকেই কমতে থাকে স্বর্ণের মূল্য। গত বৃহস্পতিবার মূল্য কমে ১৬২ ডলারে নেমে আসে। আজ শুক্রবার লেনদেনের শুরুতেও স্বর্ণের মূল্যে নেতিবাচক প্রবণতা দেখা দেয়। এর ফলে মূল্য কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৬০ ডলারে নেমে এসেছে।
আনন্দবাজার/এইচ এস কে