সম্প্রতি ডেইরি খাতে করোনা মোকাবেলায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বাড়িয়ে পাঁচ হাজার কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম (বিডিডিএফ)।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোরামের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ১২ দফা দাবিসহ এ সুপারিশ পেশ করেন। সেই সাথে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম।
ওই সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ২.০-২.৫ কোটি লিটার তরল দুধ উৎপাদন করা হয়, যার বাজার দর প্রায় ১০০-১২০ কোটি টাকা। কিন্তু করোনার প্রভাবে বাংলাদেশের প্রতিটি খাতই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষি এবং প্রাণিসম্পদ খাত। কারণ কৃষি এবং প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্যগুলো উচ্চ পচনশীল হওয়াতে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে হয়।
তবে বর্তমান অবস্থায় খামারিরা তাদের উৎপাদিত দুধ বিক্রি করতে পারছে না। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ছাড়াও তারা গাভিগুলোকেও পর্যাপ্ত গো-খাদ্যও দিতে পারছে না, এতে দেখা দিচ্ছে গবাদি প্রাণীর নানাবিধ অসুখ এবং স্বাস্থ্যগত সমস্যা। এ কারণে গেল তিন মাসে এই খাতে লোকসান হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা।
১২ দফা ওই দাবির মধ্যে বলা হয়, ২০২০-২১ অর্থবছরের বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা করা। খামারিদের গো-খাদ্য এবং খামারের উপকরণ ক্রয়ে ভর্তুকি প্রদান। দুগ্ধজাত পণ্যে কমপক্ষে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা। ডেইরি পণ্যে শুল্ক এবং কর শূন্য হারে নির্ধারণ করা।
আনন্দবাজার/এইচ এস কে




