ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূতুড়ে বিলে জড়িতদের শাস্তি হবে : বিদ্যুৎ বিভাগ

করোনাকালীন পরস্থিতিতে বিদ্যুতের মাত্রাতিরিক্ত বিলে গ্রাহক ভোগান্তি সৃষ্টিকারী কর্মকর্তাদের চিহ্নিত করে সাত দিনের মধ্যে শাস্তি দেওয়ার ঘোষণা দিলো বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার না দেখে বিল দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। এতে অনেকেরই বিশাল আর ভূতুরে অঙ্কের বিল আসে। তখন অনুমানের উপর দেওয়া বিল নিয়ে গ্রাহকদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৭ দিনের ভিতর অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা এক বৈঠকে দুঃখ প্রকাশ করেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত বিষয়টি নিয়ে বিতরণ সংস্থাগুলো আলাদাভাবে গণমাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন। কোনো অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না।

ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আইবির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং দপ্তর ও কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন