ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিচ্ছাপ

মোঃ আজিজুল ইসলাম আকাশ

আমার শিরদাঁড়া বেয়ে কেউ উঠে আসছে মগজে
নাড়ান দিচ্ছে অনুভূতির সবটুকু প্রবল ভাবে
আমি জানি সে কে,
তাই ক্রমশঃ গুটিয়ে যাচ্ছি নিজের ভেতর।
গতকাল রাতে
শহরের শেষ গলিতে মরে পরে থাকার আগে
প্রলাপ বকতে থাকা সেই মাতাল প্রেমিক,
যে ভালোবাসি বলে নিরুদ্দেশ হয়েছিল বহুদিন
তারপর অকস্মাৎ ফিরে এসে ফেরত চেয়েছিল ভালবাসা;
ব্যাংকে জমানো সেভিংস হোল্ডার যেমন ফেরত চায়
সুদ সমেত আমানতের পুরোটা তার, মেয়াদোত্তীর্ণ তারিখে এসে-
যাকে ফিরিয়ে দিয়েছিল শুন্য হাতে এই শহর
স্বঘোষিত দেউলিয়া ব্যাংক ম্যানেজারের মতো
জানিয়ে দিয়েছিল কাচের শহরে ভালবাসা নিখোঁজ হয়েছে বহুকাল,
এখানে কেউ ভালবাসা জমায় না,
এখানে হৃদয় কলসে জল থাকেনা তাই
আজন্ম প্রেমিক মরে যায় তৃষ্ণা নিয়ে
বিচ্ছেদের আস্তরণ জমে জমে
প্রিয় মুখ ছবি হয়ে ঝুলে থাকে সময়ের দেয়ালে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন