ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি বজায় রেখেই বসবে কোরবানির পশুর হাট

স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই চলতি বছর কোরবানির ঈদের পশুর হাট বসবে বলে জানিয়েছেন, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পবিত্র ঈদুল আজহা-২০২০ উপলক্ষে পশুর হাট ব্যাপারে অনলাইন এক বৈঠকে তিনি এ তথ্য দেন। এবং সেই সাথে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করণ ব্যাপারে আলোচনার আয়োজন করা হয়।

মো. তাজুল ইসলাম জানান, পশুর হাটের নিরাপত্তা ও পশু বিক্রি নিয়ে আমরা কয়েকটি বৈঠক করেছি এবং আরও কয়েকটি বৈঠক করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি সভা করা হয়। পশুর হাট নিয়ে আমরা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করব।

ওই বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সকল সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন