করোনা আক্রান্তে এই প্রথম পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি শাহ্ আলম হাওলাদার (৬৫) তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বর, হাচিঁ কাশি নিয়ে গত সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে করোনার নমুনা সংগ্রহ করে গতকাল বুধবার করোনা রিপোর্টে পজিটিভ আসে। ওইদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে। সামাজিক দূরাত্ব বজায় রেখে মরাদেহ দাফন করা হবে।
আনন্দবাজার/শহক/মহ