ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ভার্চুয়াল আদালতে ৩৪৪ কিশোর কিশোরীর জামিন

গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র ও গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৩৪৪ কিশোর কিশোরী জামিন পেয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীতে গত ১২ মে থেকে আজ বুধবার ২৪ জুন পর্যন্ত দুটি শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর কিশোরীরা এ জামিন পান। ভার্চুয়াল আদালত হওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে।

শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, এখন আর কিশোর-কিশোরীদের কষ্ট করে আদালতে হাজির হতে হয় না। আগে তাদের আদালতে নেওয়ার জন্য পুলিশ দরকার হত। কিন্তু সময়মত পুলিশ পাওয়া কঠিন ছিল। আবার রাস্তায় বিলম্ব হত। পূর্বে ডাকের মাধ্যমে আদালতের হাজিরা পরোয়ানা আসত। অনেক সময় পরোয়ানা সময়মত আসত না। এখন আর সেসব সমস্যা নেই। আদালতে যাওয়ার ঝামেলা নেই। জামিন আদেশসহ সব তথ্য তারা ই-মেইলে দ্রুত পেয়ে যান। জামিন পাওয়া কিশোর-কিশোরীদে স্বজনরা না আসলে কেন্দ্রের লোকজনই তাদের গন্তব্যে পৌঁছে দেন।

কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের সমাজসেবা কর্মকর্তা তাসমিম ফেরদৌস বলেন, ভার্চুয়াল আদালতের মাধ্যমে কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের এপর্যন্ত ৪৯ কিশোর জামিন পেয়েছেন। সর্বশেষ আজ বুধবার ২৪ জুন এক কিশোর জামিন পেয়েছে।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্বাবধায়ক মোঃ এহিয়াতুজ্জামান বলেন, ভার্চুয়াল আদালতের মাধ্যমে আজ বুধবার ২৪ জুন টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জামিন পেয়েছে তিনজন কিশোর। এছাড়া গত ১২ মে থেকে আজ বুধবার পর্যন্ত মোট ২৯৫ জন কিশোর কিশোরী জামিন পেয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন