ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জোবাইক সেবা এখন গুলশান, বনানী, বারিধারায়

দেশের প্রথম বাইসাইকেল রাইড শেয়ারিং সেবার প্রতিষ্ঠান জোবাইকের কার্যক্রম এবার চালু হল ঢাকার উত্তর সিটি করপোরশনের গুলশান, বনানী ও বারিধারা এলাকাজুড়ে।

এসব এলাকায় ২২টি পয়েন্টে প্রায় শতাধিক বাইসাইকেল থাকবে। যে কেউ জোবাইকের মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিটে ১ টাকা খরচে সেবাটি নিতে পারবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুর ডিওএইচএস এলাকায় জোবাইকের সেবা শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সাড়া ফেলেছে।

এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা জানান, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সহজে যাতায়াত সুবিধা দিতেই এই সেবা চালু করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যাপ ব্যবহারকারী প্রায় সাড়ে তিন হাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেবা চালুর এক সাপ্তাহের ভেতরেই দেড় হাজার রাইড নিয়েছেন ব্যবহারকারীরা।

ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার শহরেও এই সেবা চালু আছে বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বুধবার দুপুরে গুলশান ২ নম্বরে এক অনুষ্ঠানে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় জোবাইক সেবার উদ্বোধন করেন।

তিনি জানান, সারা বিশ্বে ধনী-গরীব, নারী-পুরুষ নির্বিশেষে সকলে বাইসাইকেল ব্যবহার করছে। আমাদেরও এই অভ্যাস গড়ে তুলতে হবে। আসুন পরিবেশ বাঁচাতে, কার্বন ডাই- অক্সাইড নিঃসরণ কমাতে বাইসাইকেল ব্যবহার করি, ভবিষ্যত প্রজন্মকে সুন্দর এক ঢাকা শহর উপহার দেওয়ার জন্য বাইসাইকেল ব্যবহার করি।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন