ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ টাকার পেঁয়াজ এখন ২০ টাকা

রাজধানীর বিভিন্ন বাজারে দফায় দফায় হ্রাস পাচ্ছে আমদানি করা পেঁয়াজের দর। দাম কমে আমদানি করা পেঁয়াজের দাঁড়িয়েছে ২০ টাকা কেজিতে। একই সঙ্গে কিছুটা কমেছে দেশি পেঁয়াজের দামও। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা কমেছে।

আজ বুধবার (২৪ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, গতকালের ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা  কেজি দরে। আর আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি থেকে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে ভারত সরকার পেঁয়াজে রফতানি বন্ধ করলে দেশের বাজারে হু হু করে দাম বেড়ে কেজি ৩০০ টাকা পর্যন্ত উঠে যায়। যদিও এরপর সরকারের নানামুখী তৎপরতায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও তা আর একশ টাকার নিচে নামাতে সম্ভব হয়নি।

রামপুরার ব্যবসায়ী শরিফ জানান, আজ পাইকারি বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। এখন বাজারে আমদানি করা পেঁয়াজের ছড়াছড়ি। তবে আমদানি করা পেঁয়াজের চাহিদা দেশি পেঁয়াজের তুলনায় অনেটাই কম। আর এ কারণে দেশি ও আমদানি করা পেঁয়াজের দামের মধ্যে পার্থক্য দ্বিগুণ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন