ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেল আমিরাতে ৩ বছর কোমায় থাকা বাংলাদেশি কিশোর

সম্প্রতি মৃত্যুবরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির একটি হাসপাতালে কোমায় থাকা বাংলাদেশি এক কিশোর। জানা গেছে, আবতাহি সিদ্দিক নামের ১৭ বছর বয়সী ওই কিশোর তিন বছর দুই মাস সেখানে কোমায় ছিল।

 ওই কিশোরের মা শাকিলা নাসরিন জানান, মৃত্যুর আগে চলতি সপ্তাহে তার রক্ত চলাচলে অনেক সমস্যা দেখা দেয়। ২০১৭ সালের ৮ এপ্রিল আবতাহি স্কুলের অ্যাসাইনমেন্ট করতে এক বন্ধুর বাসায় যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। সেই থেকে ও হাসপাতালে ছিল। চিকিৎসকেরা আমাকে কয়েক দিন আগেই সতর্ক করেন যে অবস্থা অনেক খারাপ হচ্ছে। তাই মৃত্যুর আগে এই সপ্তাহে প্রতিদিন ওকে দুইবার দেখতে গেছি।

তবে আবতাহির বাবা করোনার কারণে বাংলাদেশে আটকা পড়ায় আবু ধাবিতে যেতে পারেননি। গত ১১ জুন আবতাহি মারা গেছে। এখন হাসপাতালের বিল পরিশোধ করতে হবে। সেটি কয়েক মিলিয়নে পৌঁছে গেছে। কিন্তু এত অর্থ কীভাবে পরিশোধ করবেন, সেই তিনি চিন্তায় আছেন শাকিলা। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

এই ব্যাপারে শাকিলা বলেন, আমাদের ঠিক কত দিতে হবে, তা জানার অপেক্ষায় আছি। আদালত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন