ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেস মাস্ক না থাকায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

সম্প্রতি করোনার ভয়াবহতা এড়াতে গির্জা পরিদর্শনকালে সুরক্ষামূলক ফেস মাস্ক না থাকায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বারিসভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) তাকে এই জরিমানা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, দেশটিতে গত সপ্তাহে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ হয়। এর ফলে সোমবার (২২ জুন) দেশটির সব ঘরোয়া আয়োজনে আবারও মাস্ক বাধ্যতামূলক করে আদেশ জারি করেন স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাপার্সন এবং প্রধানমন্ত্রীর সাথের অনেকেই মাস্ক পরেনি। এদের প্রত্যেককেই জরিমানা করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বয়কো বারিসভ যে গির্জাটি পরিদর্শনে যান সেটি রাজধানী সোফিয়ার দক্ষিণে রিলা পার্বত্য এলাকায় অবস্থিত। হাজার বছরের পুরনো এই গির্জাটির বর্ণিল দেয়ালচিত্র বিখ্যাত। বুলগেরিয়ার অন্যতম পর্যটন কেন্দ্রও এটি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন