রেড জোন হিসেবে ঘোষিত গাজীপুর জেলায় লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গাজীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে আরও ৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় তিন হাজার ছাড়িয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০১৪ জনে। আজ মঙ্গলবার ২৩ জুন বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান।
ডাঃ মোঃ খায়রুজ্জামান জানান, সর্বশেষ ৩৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১৬ জন কালিগঞ্জে ৯ জন, কালিয়াকৈরে ৩ জন ও কাপাসিয়ায় ৩ জন শনাক্ত হয়েছে। গাজীপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩১ জনের। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২১১৮১ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ৫০২ জন।
গাজীপুরের সিভিল সার্জন আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ১৯২৫ জন, কালিগঞ্জে ২৪৫ জন, কাপাসিয়ায় ১৭৮ জন, কালিয়াকৈরে ৩৬৩ জন ও শ্রীপুরে ৩০৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস এম