ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে দ্বিগুণ আইসিইউ ভাড়া নেয়ার অভিযোগ

সম্প্রতি চট্টগ্রামের আইসিইউ ভাড়া দিগুন করা নিয়ে অভিযোগ উঠেছে। অন্য সময় আইসিইউ ভাড়া ৩০ হাজার টাকা নিলেও বর্তমানে চাওয়া হচ্ছে দ্বিগুণ। পাশাপাশি চেক বা কার্ডে বিল না নিয়ে নগদ টাকায় বিল পরিশোধ করতেও বাধ্য করছে হাসপাতাল  কর্তিপক্ষ। এমতাবস্থায়  ব্যাপক ভোগান্তিতে পড়েছে রোগী এবং স্বজনরা।

চট্টগ্রামের চকবাজার সার্জিস্কোপ হাসপাতালে গেল ৭ই জুন শ্বাসকষ্ট ওঠা এক রোগীকে ভর্তির জন্য নেয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অগ্রিম এক লাখ টাকা জমা না করলে ভর্তি করা সম্ভব নয়। পরে শর্তপূরণ করেই ভর্তি হয়েছেন তিনি।

জানা গেছে, আইসিইউ ভাড়া বাড়াতে নিজেরাই এক বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি এম এ কাশেম। তিনি জানান, আইসিইউ এর ভাড়া বাড়াতে তারা আলাদাভাবে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দেয়া সার্কুলার দেখলাম। সেখানে রেটটা অনেক ভালো করছে।

চিকিৎসা দেয়ার নামে দিগুন টাকা নেয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রামে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। এই ব্যাপারে তিনি বলেন, অগ্রিম টাকা নিচ্ছে তবে কতটুকু বেশি নিচ্ছে সেটা আমাদের সার্ভিলেন্স টিম খতিয়ে দেখবে। এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

এ দিকে আইসিইউ ভাড়া নিয়ন্ত্রণসহ সেচ্ছাচারিতা বন্ধে হাসপাতালে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন রোগী এবং স্বজনদের।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন