ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে পদ্মা-যমুনার পানি

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অপরদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানিসমূহের সমতল বাড়ছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।

আজ সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। কুশিয়ারা ব্যতীত অন্য প্রধান নদীসমূহের পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত হ্রাস পাওয়া অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুসারে আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় প্রদেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এই সময়ে ব্রহ্মপুত্র নদ এবং দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল দ্রুত বাড়তে পারে।

অপরদিকে, দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মাঝে ৫৪টির পানি বেড়েছে। এর মাঝে কমেছে ৪৪টি পানি সমতল স্টেশনের। অপরিবর্তিত আছে তিনটির।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন