ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট ব্যবসায় ঋণ দিতে ব্যাংকের অলসতা, সর্তক করল কেন্দ্রীয় ব্যাংক

বর্তমানে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায় ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর অলসতা দেখা যাচ্ছে। এ কারণে ব্যাংকগুলোকে সর্তক হতে সম্প্রতি এ জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (২২ জুন) এই বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ নির্দিষ্ট সার্কুলারের আওতায় ঋণ বিতরণ কার্যক্রমে খুব একটা সক্ষম হয়নি। তাই সার্বক্ষণিক নজরদারির  লক্ষ্যে সিএমএসএমই খাতে ঋণ/বিনিয়োগ বিতরণ তদারকী আরও কঠোর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নির্দেশনা হলো সিএমএসএমই (কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি) খাতে সরকার ঘোষিত প্যাকেজের আওতায় দেওয়া সিএমএসএমই ঋণ/বিনিয়োগ বিষয়ক বিবরণী প্রতি মাসের পরিবর্তে পাক্ষিক ভিত্তিতে দিতে হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন