প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করতে ১ লাখ ৩২ হাজার ভোল্টের ১৭০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারের প্রায় ৮০ ফুট উপরে উঠে অবস্থান নিয়েছে প্রেমিক। পরিবার প্রেমিকার সাথে বিয়ে দেওয়া সহ নানা ধরনের শর্তে প্রায় তিন ঘন্টা পর ঐ প্রেমিক পুরুষকে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হয় আদমজী ফায়ার সার্ভিস ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এমন ঘটনা সিনেমাতে সচরাচর ঘটে থাকলেও বাস্তবে খুব কমই শোনা যায় এমন ঘটনা। হয়তো সিনেমা দেখেই এমন ভাবনা এসেছিল এই প্রেমিক পুরুষের। তবে রোমাঞ্চকর মনে হলেও সিনেমার এসব ঘটনা বাস্তব জীবনে যে নেতিবাচক প্রভাব বিস্তার করে, সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া এই ঘটনাটি তার একটি উদাহরণ।
শনিবার (২০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডস্থ আদমজী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রেমিক বিপ্লবের এমন কান্ড দেখে আশেপাশে হাজারও মানুষ জড়ো হয়। প্রায় তিন ঘন্টা পর রাত সাড়ে ৯টায় তাকে উদ্ধার করতে সক্ষম হলে আশেপাশে অবস্থান নেওয়া জনগণ উল্লাসিত হয়ে হাততালি দিতে থাকে। উদ্ধার হওয়ার পূর্বের তিন ঘন্টা উপস্থিত সবার চোখে-মুখে আতঙ্ক এবং উদ্বিগ্নতার ছাপ প্রস্ফুটিত ছিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক হাজার বিদ্যুতের কেবল পরিবাহী ঐ টাওয়ারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডস্থ আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দা বিপ্লব নামে এক যুবক অনেক উঁচুতে উঠে অবস্থান নেয়। পাশেই দড়ি বেঁধে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখে সে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যদের অনেক অনুরোধেও নিচে নামতে রাজি হচ্ছিল না বিপ্লব।
অনেক শর্তের চেষ্টায় প্রায় তিন ঘন্টা পর বিহারী ক্যাম্পের ভোলা মেম্বারের কথায় কিছুটা নিচে নেমে এলে আশেপাশের লোকজনের চিৎকারে এবং তাকে নিচে নামিয়ে আনতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে পুণরায় সে উপরে উঠতে থাকে। এর কিছুক্ষণ পর তার ভাইয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বললে পুনরায় কিছুটা নিচে নেমে এলে অপর প্রান্ত দিয়ে স্থানীয় দু’জন উপরে উঠে তাকে ধরে ফেললে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপরে উঠে তাকে অক্ষত নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।
বিপ্লবের বাবার সাথে কথা হলে তিনি জানান, তার ছেলে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য ঘরে হুমকিমূলক অনেক ঘটনার সৃষ্টি করে সে। বেশ কয়েকদিন যাবৎ একই ক্যাম্পের এক যুবতী মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চায় বিপ্লব। কিন্তু পরিবার এতে সম্মতি না দেওয়ায় সে এই ঘটনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, খবর পেয়ে আমরা সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে
দেখি প্রায় ৭০/৮০ ফুট উপরে উঠে ঐ যুবকটি অবস্থান নিয়েছে। পরে অনেক অনুরোধে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় আশেপাশে উৎসুক হাজারও মানুষ ভীড় করে জমায়েত বাঁধে।
আনন্দবাজার/শাহী