মহামারি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ২৩ দিন হোম আইসোলেশনে থাকার পর অবশেষে করোনাভাইরাস থেকে দুই শিশু সন্তানসহ সম্পূর্ণ সুস্থ হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
রবিবার (২১ জুন) নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে করোনা মুক্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
সেই সাথে স্থানীয় সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ করোনাকালে যারা তাঁর খোঁজখবর রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। এরপর সোমবার (১ জুন) দিবাগত রাতে তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরে মঙ্গলবার (২ জুন) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল ইসলামের মাধ্যমে প্রথম জানা যায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এদিকে, তিনিই চট্টগ্রামের প্রথম ইউএনও যিনি প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন। এর কিছুদিন পর তার চার বছর এবং দুই বছর বয়সী দুই শিশুরও করোনা পজিটিভ এসেছিল। পরে চিকিৎসকের পরামর্শে তিনি উপজেলার সরকারি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নেয়ার দীর্ঘ ২৩ দিন পর তিনি স্বপরিবারে করোনা মুক্ত হন।
বিশেষ করে বলা যায়, তিনি রাঙ্গুনিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে।
আনন্দবাজার/শাহী




