ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলুতেই দাগমুক্ত হবে ত্বক

চলছে গ্রীষ্মকাল। এ সময় নানা কারণে ত্বকে পড়তে পারে কালো দাগ। যা দেখতে খুবই খারাপ লাগে। অনেকের আবার ত্বকে রোদে পোড়া কালো ছোপ ছোপ দাগ পড়ে। ত্বকের দাগ দূর করতে আপনি ত্বকের জন্য ব্যবহার করতে পারেন আলু।

জানা যায়, আলুর ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল হয়। আলুর ব্যবহারে মুখের দাগও কমে। এছাড়া গ্রীষ্মে ত্বকের যত্ন নিতে আপনি আইস কিউব ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই কীভাবে ত্বকে আলু আইস কিউব ব্যবহার করবেন।

চলুন পাঠক জেনে নিন কীভাবে তৈরি করবেন এই আইস কিউব-

প্রথমে একটি আলু পেস্ট করে নিন। এর সাথে লেবুর রস বা ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন। এরপরে আলু থেকে রস বের করে আইস ট্রে তে রাখুন। আলুর রসে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে আইস ট্রে ফ্রিজে রেখে দিন।

আইস কিউব মুখে লাগানোর জন্য সুতি কাপড় বা টিস্যু ব্যবহার করুন। দুই দিনের ব্যবধানে ব্যবহার করুন।

উল্লেখ্য, আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচ। এতে ত্বকের দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল করতে সহায়তা করবে।

 

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন